" পিতৃ স্নেহ - কবি ইথার আহমেদ - বিডি টুডে ভাইরাল

পিতৃ স্নেহ - কবি ইথার আহমেদ

 = পিতৃ স্নেহ =


কবি -ইথার আহমেদ


আমার আত্মা আমাকে ডাকছে,

সে আমাকে নিয়ে যেতে চায় সেখানে-

যেখানে নেই পাখির কুঞ্জন,

যেখানে নেই ঝিঝির ডাক,

যেখানে নেই গ্রহ-নক্ষত্র,

যেখেনে নেই ফুলের গন্ধ,

যেখানে নেই আলো ছায়ার খেলা,

যেখানে নেই পিতৃ স্নেহ,

আছে শুধু অন্ধকার জল...

                                                               


Previous Post
No Comment
Add Comment
comment url



অনুসরণকারী