সাত লাখ বছর ধরে নিস্তব্ধ থাকা ইরানের আগ্নেয়গিরি টাফতান (Taftan Volcano) হঠাৎ জেগে উঠেছে! বিজ্ঞানীরা বলছেন, এটি হতে পারে ইরানের ইতিহাসের সবচেয়ে ভয়ংকর ভূতাত্ত্বিক জাগরণ। ভূগর্ভে এখন চলছে তীব্র মাগমা আন্দোলন, সালফার গ্যাস নির্গমন ও ভূমিকম্পের সংকেত!
![]() |
| Click for Video |
সাত লাখ বছর ধরে নিশ্চুপ পড়ে থাকা এক দৈত্য হঠাৎ জেগে উঠেছে! ইরানের দক্ষিণ-পূর্বের বালুচিস্তান প্রদেশে, পৃথিবীর বুক ফুঁড়ে আগুন বের করছে করছে টাফতান নামের সেই আগ্নেয়গিরি। This is the Awakening of Taftan - Iran’s Fire Mountain! বিজ্ঞানীরা বলছেন , এটাই হতে পারে ইরানের ইতিহাসের সবচেয়ে বড় আগ্নেয়গিরি জাগরণ! এই আগ্নেয়গিরির জাগরণের সম্পূর্ণ বৈজ্ঞানিক এবং রহস্যময় ব্যাখ্যার জন্য শেষ পর্যন্ত দেখুন!
টাফতান আগ্নেয়গিরি অবস্থিত ইরান-পাকিস্তান সীমান্তের কাছে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চার হাজার মিটার উঁচুতে। এই আগ্নেয়গিরিটি একসময় সক্রিয় ছিল, কিন্তু শেষবার এটি অগ্ন্যুৎপাত করেছিল প্রায় সাত লাখ বছর আগে। তারপর থেকে এটি নিস্তব্ধ, শীতল ও মৃতপ্রায় অবস্থায় ছিল। কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলোতে হঠাৎ করেই ভূকম্পন, গ্যাস নির্গমন এবং তীব্র তাপমাত্রা বৃদ্ধি দেখা যাচ্ছে!ইরানের ভূতত্ত্ব গবেষণা কেন্দ্র জানায় - টাফতানের অভ্যন্তরে এখন তীব্র মাগমা আন্দোলন চলছে।
ভূগর্ভ থেকে সালফার, কার্বন ডাই-অক্সাইড এবং হাইড্রোজেন সালফাইড গ্যাস নির্গমন হচ্ছে ভয়ানক মাত্রায়। থার্মাল স্যাটেলাইট ইমেজেও দেখা গেছে, ক্রেটারের চারপাশে তাপমাত্রা বেড়েছে প্রায় ৮০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত! স্থানীয় বাসিন্দারা বলছেন ,রাতের বেলা আগ্নেয়গিরির চূড়া থেকে অদ্ভুত লাল আলো দেখা যাচ্ছে, যেন আগুনের জিভ আকাশ ছুঁতে চাইছে। অনেকে ভাবছেন এটি ভূতাত্ত্বিক সতর্কবার্তা, আবার কেউ কেউ একে দেখছেন “ঈশ্বরের ক্রোধ” হিসেবে। তবে বিজ্ঞানীরা বলছেন, এখনো এটি পূর্ণ অগ্ন্যুৎপাত নয় ; বরং “প্রি-ইরাপশন ফেজ”, অর্থাৎ আগ্নেয়গিরি ধীরে ধীরে সক্রিয় হচ্ছে। তারা আশঙ্কা করছেন, যদি এই ক্রিয়াশীলতা অব্যাহত থাকে, তাহলে আগামী মাসগুলোতে বড় বিস্ফোরণ ঘটতে পারে, যার প্রভাব পড়বে পাকিস্তান ও আফগানিস্তান পর্যন্ত! একটি পূর্ণ অগ্ন্যুৎপাত হলে, ধোঁয়া ও ছাই মেঘ দক্ষিণ এশিয়ার আকাশ ঢেকে ফেলতে পারে, পরিবর্তন আনতে পারে জলবায়ুতেও।
ইতিমধ্যেই আশপাশের অঞ্চল থেকে মানুষকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। পৃথিবীর গভীর থেকে উঠে আসা এই আগুনের ডাক আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি কখনো চিরনিদ্রায় থাকে না। সাত লাখ বছর পরও, সে জেগে উঠতে পারে… এক মুহূর্তেই!
আপনি কি ভাবছেন, টাফতান কি আবারো পৃথিবী কাঁপাবে? কমেন্টে আপনার মতামত লিখুন, আর ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন