" মানিয়ে চলা মানে আত্মহত্যা - কামরুন নাহার নিপা - বিডি টুডে ভাইরাল

মানিয়ে চলা মানে আত্মহত্যা - কামরুন নাহার নিপা

= মানিয়ে চলা মানে-  আত্মহত্যা =

কামরুন-নাহার-নিপা

 মানিয়ে চলা আসলে এক 

ধরনের আত্মহত্যা।

একটু একটু করে নিজের স্বপ্ন-

নিজের অনুভূতি--নিজের চাওয়াগুলোকে--

হত্যা করা।


আজকের পৃথিবীতে কাউকে 

মানিয়ে নেওয়া মানে-

নিজেকে অন্ধকার ঘরে বন্দী করা-যেখানে আলো আছে সবার জন্য-

কিন্তু তোমার জন্য নয়।


মানিয়ে নেওয়ার নামে আমরা শিখে যাই-

নিজের প্রয়োজন ভুলতে--

আঘাতকে লুকিয়ে হাসতে।


সবচেয়ে ভয়ঙ্কর হলো-

একদিন আয়নায় তাকিয়ে তুমি বুঝতে পারবে,

তুমি আর তুমি নেই-

তুমি শুধু এক 

মানিয়ে নেওয়া মানুষ-

যার ভিতরের সমস্ত রং বিবর্ণ 

অস্পষ্ট ও সাদা কালো ।


আর তখনই মনে হবে-

এই অদ্ভুত পৃথিবীতে সবচেয়ে বড় কষ্ট হলো

নিজেকে বাঁচিয়ে রেখেও-

নিজেকে হারিয়ে ফেলা--!!

লেখিকাঃ কামরুন নাহার নিপা

Next Post Previous Post
4 Comments
  • নামহীন
    নামহীন ১১:৩১

    বাস্তব জীবনের প্রতিফলন.... Thanks-

  • নামহীন
    নামহীন ১১:৪২

    অসাধারণ কবিতা!
    “মানিয়ে চলা আসলে এক ধরনের আত্মহত্যা” — এই একটি লাইনে আপনি পুরো জীবনের নীরব কষ্ট, চাপা স্বপ্ন আর চাপা কান্নাকে যেভাবে ধরেছেন, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়।
    আপনার শব্দগুলো শুধু পড়া যায় না, অনুভব করা যায়।
    একজন নারী কবির কলমে এমন সাহসী সত্য উচ্চারণ — নিঃসন্দেহে অনুপ্রেরণার
    শুভকামনা রইলো, আপনার লেখা আরো অনেক মানুষের ভেতরের ঘুমিয়ে থাকা স্বপ্নগুলো জাগিয়ে তুলুক।

  • নামহীন
    নামহীন ১১:৪৭

    অসাধারণ কবিতা।

  • নামহীন
    নামহীন ১৩:৩৪

    ভাষা ও অনুভূতির মেলবন্ধন খুব সুন্দর। লিখনিতে একজন নারীর জীবনী খুব গভীরভাবে প্রকাশ পেয়েছে।

Add Comment
comment url