" সাদা কামিনী - কবি ইথার আহমেদ - বিডি টুডে ভাইরাল

সাদা কামিনী - কবি ইথার আহমেদ

 = সাদা কামিনী =



কামিনী


সকালটা ঢেকে যাচ্ছে-

নীল চাদরের তলে।

সে চলে যাবে।

হাতে এক গুচ্ছ-

সদ্য ফোটা সাদা কামিনী,

দিয়ে যায় আমাকে।


গন্ধে ভরে যায়-

কানায় কানায়।


প্রাণ পাখিটা আজ যাচ্ছে দূরে।

যত দূর যায়-

আমার হাড়ে এক অদ্ভুত

নিশ্চলতা চেপে যায়।


এ নিশ্চলতাই হয়তো আমাকে নিয়ে যাবে,

কোন এক অজানা রাজ্যে-

প্রিয়া হীন, স্নেহ হীন, নক্ষত্র বিহীন।













Next Post Previous Post
No Comment
Add Comment
comment url