" ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয় আগুনের টর্নেডো - Fire tornado - বিডি টুডে ভাইরাল

ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয় আগুনের টর্নেডো - Fire tornado

fire-tornado

ফায়ার টর্নেডো হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিরল, বিস্ময়কর ও ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়। যা বিগত ১০ বছর আগে আমাদের মানব সভ্যতা কখন চিন্তাও করতে পারেনি এটিকে দেখলে মনেহয়, আকাশ থেকে জ্বলন্ত আগুন নেমে এসে সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে, অনেকটা উল্কাপিন্ড পড়ার মতো।


fire-tornado


প্রকৃতির ব্যতিক্রমী এই ঘটনাটা সাধারনত বন ও মরুভূমিতে ঘটে থাকে। এই আগুন দৈর্ঘ্যে ৩০ ফুট থেকে কোন কোন সময় ২০০ ফুট লম্বা এবং ২০ মিনিট পর্যন্ত তা স্হায়ী হতে পারে। পরিবেশের জন্য ক্ষতিকর হলেও সে সময় প্রকৃতি সেজে ওঠে অসাধারন হলুদ বর্নে। এটাকে মূলত ফায়ার টর্নেডো বলা হয়।

Fire-Tornado

অনেকে এটিকে শয়তানের কাণ্ড বা শয়তানের আগুন  বলেও অবিহিত করে থাকেন।


বর্তমানে বৈশ্বিক জলবায়ুর ব্যপক পরিবর্তন, এবং তাপমাত্রা বৃদ্ধির ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে দাবানল দেখা দিচ্ছে। সেই সাথে দেখা যাচ্ছে ভয়ংকর ফায়ার টর্নেডো।


Tornado-of-fire




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url