" Salman Khan - কার্ড ছাপানো হলেও খানকে বিয়ে করেননি যে অভিনেত্রী - বিডি টুডে ভাইরাল

Salman Khan - কার্ড ছাপানো হলেও খানকে বিয়ে করেননি যে অভিনেত্রী

Salman Khan


সালমান খান "Salman Khan" বিয়ে করছেন না কেন? অভিনেতার জীবনে প্রেম এসেছে, প্রেম ভেঙেছে বারবার। কিন্তু বছরের পর বছর যায়, ভাইজানের গলায় বিয়ের মালা ওঠে না।


তবে একবার বিয়ের প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন অভিনেতা। তবে শেষ পর্যন্ত বিয়েটা আর হয়নি। গুঞ্জন উঠে, সালমান এবং সঙ্গীতার "Actress Songita" মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন ঘটে। সঙ্গীতার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই অভিনেত্রী সোমি আলির "Actress Somi Ali" ঘনিষ্ঠ হয়ে পড়েন সালমান।


প্রেমের কথা জানতে পারেন সঙ্গীতা। তাই বিয়ের ঠিক এক মাস আগে সালমানের সঙ্গে সম্পর্ক ভেঙে দেন তিনি। কার্ড ছাপানো হলেও সালমানকে বিয়ে করেননি অভিনেত্রী।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url