আয়না - কবি ইথার আহমেদ
= আয়না =
কে বলেছে আমি নেই?
চেয়ে দেখো তোমার বুকে,
ঠিক মাঝখান টিতে।
যেখানে আমার ছোঁয়া লেগেছে।
স্পর্শ করে দেখ-
আমায় অনুভব করবে।
চেয়ে দেখো তোমার অতলকূপের ঘোলাটে জলে-
আমায় দেখতে পাবে,
স্বচ্ছ আয়নার মত।
"
কে বলেছে আমি নেই?
চেয়ে দেখো তোমার বুকে,
ঠিক মাঝখান টিতে।
যেখানে আমার ছোঁয়া লেগেছে।
স্পর্শ করে দেখ-
আমায় অনুভব করবে।
চেয়ে দেখো তোমার অতলকূপের ঘোলাটে জলে-
আমায় দেখতে পাবে,
স্বচ্ছ আয়নার মত।