" মরুর বুকে বিশ্বের সবচেয়ে বড় ফুল বাগান 'মিরাকল গার্ডেন' - বিডি টুডে ভাইরাল

মরুর বুকে বিশ্বের সবচেয়ে বড় ফুল বাগান 'মিরাকল গার্ডেন'

World largest flower garden Miracle Garden Dubai
বিশ্বের সবচেয়ে বড় ফুল বাগান 'মিরাকল গার্ডেন'

মিরাকল গার্ডেন। রাজ্যটাই যেন ফুলের। চারিদিকে ফুল দিয়ে তৈরি করা হয়েছে নানান দৃশ্য। একটু উপর থেকে দেখলে মনে হয় এ যেন ফুলের এক মহাসমুদ্র। বিশ্বের সব চেয়ে বড় ফুলের বাগান এটি। বাগানটির অবস্থান দুবাইয়ের শেখ মোহাম্মদ বিন জায়েদ সড়কের পাশে। মরুভূমির উপর নির্মিত এ বাগানের আয়তন ৭২ হাজার বর্গমিটার। প্রকৃতির ফুল-পাতা দিয়ে গড়া এ বাগান প্রকৃতিপ্রেমীদের কাছে যেন এক স্বর্গরাজ্য। ২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে'তে যাত্রা শুরু করে এ বাগানটি।


কবির কবিতার ভাষায় 'ভালোবাসা আর যত্ন দিয়ে মরুভূমিতেও ফুল ফোটানো যায়'। এবার এ বিখ্যাত উক্তিটির বাস্তবতাও পাওয়া গেল দুবাইয়ে। যেখানে ভালোবাসা আর অতিযত্ন দিয়ে এমন অসম্ভবকেই সম্ভব করা হয়েছে। মরুভূমির উত্তপ্ত বালিতে যেখানে গাছ খুঁজে পাওয়াটা কঠিন, সেখানে গড়ে তোলা হয়েছে মনোরম রঙ্গিন ফুলের বাগান। যা আমাদের দৃষ্টি ও মনকে বিমোহিত করে চোখের পলকেই। বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক ফুলের বাগান এটি যার নাম দেয়া হয়েছে 'মিরাকল গার্ডেন'। 


মিরাকল গার্ডেন দুবাই
মিরাকল গার্ডেন দুবাই

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত'মিরাকল গার্ডেন' ৪ কোটি ৫০ লাখ ফুলের গাছ নিয়ে যাত্রা শুরু করা বাগানে বর্তমানে ফুল গাছের সংখ্যা ১৫ কোটি। এটিএখন বিশ্ব পর্যটকদের কাছে দারুণ আকর্ষণীয় একটি স্থান। এখনে গেলে রঙ্গিন ফুলের বাহারি ছন্দে সব বয়সের মানুষের মন নিমিষেই প্রফুল্য হয়ে যায়। ইতোমধ্যে মিরাকল গার্ডেনের ফুলের তৈরি ঘড়ি গিনেস বুকে নাম লেখিয়েছে বিশ্বের সবচেয়ে বড় ফুল ঘড়ি হিসেবে। নানা রঙের ফুল দিয়ে ভিন্ন ভিন্ন সাজে নানা ধরনের আকৃতিতে ফুলগুলোকে উপস্থাপন করা হয়েছে। ফুল গাছগুলোকে বিভিন্ন আকৃতি দিয়ে দর্শকদের আনন্দ দেয়া হয়। 

বিশ্বের সবচেয়ে বড় ফুল বাগান 'মিরাকল গার্ডেন'  বিশ্বের সবচেয়ে বড় ফুল বাগান 'মিরাকল গার্ডেন'
ফুল ঘড়ি দুবাই মিরাকল গার্ডেন

যেদিকে চোখ যায় রাশি রাশি ফুল গাছের মনোমুগ্ধকর সব আকৃতি দিয়ে সাজানো বাগান। আরব আমিরাতের বিভিন্ন ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে বাহারি ফুলের সব প্রাকৃতিক চিত্রকর্মের মাধ্যমে।


বিশ্বের সবচেয়ে বড় ফুল বাগান 'মিরাকল গার্ডেন'
বিশ্বের সবচেয়ে বড় ফুল বাগান 'মিরাকল গার্ডেন'

এছাড়া ওই বাগানে ফুল দিয়ে তৈরি করা হয়েছে আরব আমিরাতের জাতীয় পাখির আকৃতি। কলস থেকে পানির মতো করে ফুল ঝরছে এমনও অনেক চোখ জুড়ানো দৃশ্য চোখে পড়ে বাগানটিতে। এছাড়া ফুলের দুর্গ, মিকি মাউস, রয়েছে ফুল দিয়ে সাজানো এমিরেটস এয়ারলাইন্সের এয়ারবাস; যা সত্যিই সকলকে মুগ্ধ করে।


Butterfly Garden Dubai
প্রজাপতি ফুল দুবাই মিরাকল গার্ডেন


নয়নাভিরাম এ বাগানের সৌন্দর্য উপভোগ করতে টিকিটের মূল্য রাখা হয়েছে বড়দের জন্য ৫৫ দিরহাম,যা বাংলাদেশি টাকায় প্রায় ১৩২০ টাকা আর ছোটদের জন্য ৪০ দিরহাম বাংলাদেশি টাকায় প্রায় ৯৬০ টাকা। ২ বছরের কম বয়সীদের জন্য প্রবেশ ফ্রি।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url