পবিত্র মক্কাকে মক্কেশ্বর মহাদেবের মন্দির, দাবি ভারতীয় হিন্দুদের ( নাউজুবিল্লাহ ), Mecca-Makkeswar - BD Today Viral

এইমাত্র

Post Top Ad

Post Top Ad

০৬ জুলাই ২০২৪

পবিত্র মক্কাকে মক্কেশ্বর মহাদেবের মন্দির, দাবি ভারতীয় হিন্দুদের ( নাউজুবিল্লাহ ), Mecca-Makkeswar

mecca-makkeswar

রাজস্থানের একটি শহরে আয়োজিত হয়েছিল হিন্দু রাষ্ট্র নিয়ে আলোচনাসভা। সেখানে আমন্ত্রিত ছিলেন পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দও। সেখানেই তিনি বলেন, “কেবল জ্ঞানবাপী নিয়ে আলোচনা করলে হবে না। এ বার আমাদের মক্কা নিয়েও কথা বলা উচিত। সেখানে মক্কেশ্বর মহাদেবের মন্দির রয়েছে।” এখানেই অবশ্য থামেননি নিশ্চলানন্দ। তাঁর দাবি, ভারত নিজেকে 'হিন্দু রাষ্ট্র' বলে ঘোষণা করার সঙ্গে সঙ্গে বিশ্বের আরও অন্তত ১৫টি দেশ নিজেদের হিন্দু রাষ্ট্র ঘোষণা করবে। কোন কোন সেই দেশগুলি? পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দের দাবি— নেপাল, মরিশাস নিজেদের 'হিন্দু রাষ্ট্র' বলে ঘোষণায় রাজি।



মক্কা-মক্কেশ্বর

জ্ঞানবাপী নিয়ে বিতর্কের রেশ মিটতে না মিটতেই এ বার সৌদি আরবের মক্কায় শিবমন্দির আছে বলে দাবি উঠল। তা নিয়ে আলোচনার দাবিও জানালেন পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ। রবিবার রাজস্থানে হিন্দু রাষ্ট্র নিয়ে আলোচনাসভায় এই দাবি তোলেন নিশ্চলানন্দ। যদিও এই দাবি যে এই প্রথম উঠল এমন নয়। নিশ্চলানন্দ নিজেই এর আগে এমন দাবি তুলেছেন। কিন্তু জ্ঞানবাপী নিয়ে বিতর্কের আবহে নিশ্চলানন্দের নতুন করে তোলা এই দাবি ঘিরে যথারীতি আলোচনা শুরু হয়েছে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ

Post Top Ad

bd today viral bdtodayviral All Right Reseved