প্রেমিকের সাথে মিলিত হওয়ার আগে সাপের সাথে যা করে প্রেমিকা - BD Today Viral

এইমাত্র

Post Top Ad

Post Top Ad

১৭ জুলাই ২০২৪

প্রেমিকের সাথে মিলিত হওয়ার আগে সাপের সাথে যা করে প্রেমিকা

যখন প্রেমে পড়েন, তখনও ‘অস্বাভাবিক’ কিছু চোখে পড়েনি প্রেমিকের। ঘনিষ্ঠ মুহূর্তেই ঘটল এমনই এক ঘটনা, দুজনের কাছে আসার আগে প্রেমিকা জানালেন, তাঁর পোষ্য কেও সাথে রাখতে চান তিনি। প্রেমিকের অনুমতি পেয়ে সেই পোষ্যটিকে হাতে করে নিয়ে এলেন। প্রেমিক চোখ কপালে তুলে দেখলেন প্রেমিকার কোলের পোষ্যটি কোন কুকুর-বিড়াল নয়, আস্ত বড় একটি সাপ! যা দেখে ছেড়ে দে মা কেঁদে বাচি বলার বাকি ছিল প্রেমিকের। প্রেমিকার যে এমন ভয়ংকর শখ রয়েছে, তা কিছুতেই টের পাননি বলে জানান প্রেমিক।


Intercourse with snakes

নাম প্রকাশে অনিচ্ছুক ওই যুবক সম্প্রতি সংবাদমাধ্যমে জানিয়েছেন, প্রেমিকা সাপটিকে ডাকেন সিড নামে। নিজের উত্তেজনা বাড়াতে সেটিকে শরীরে পেঁচিয়ে খেলা করেন । কিন্তু প্রেমিকার এহেন কান্ড দেখে আদৌ উত্তেজিত হননি তিনি। বরং ঘনিষ্ঠ হওয়ার আগে এমন দৃশ্য দেখে ভয়ে বরফ হয়ে গিয়েছিলেন তিনি। শুধু তা-ই নয়, যুবকের অভিযোগ, তাঁর সামনে বিছানাতেই সাপটিকে ইঁদুরও খাওয়ান প্রেমিকা।


সর্প বিড়ম্বনায় কার্যত লখিন্দরের দশা যুবকের। তবে এ ক্ষেত্রে বাসরঘরে সাপের কামড় না খেলেও সাপের শীতল স্পর্শে কমে যাচ্ছিল নিজের উষ্ণতা। প্রেমিকাকে জীবনের চেয়েও বেশি ভালবাসলেও তাঁর প্রিয় পোষ্যকে কিছুতেই মেনে নিতে পারছেন না প্রেমিক। কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়ার ভয়ে কিছু বলতেও পারছেন না।


সংবাদমাধ্যমে এই স্বীকারোক্তি প্রকাশের পরই শুরু হয়েছে নানান গুঞ্জন। কারও বক্তব্য, বিপদকে এ ভাবে গলায় জড়িয়ে বসে থাকা মোটেই সুস্থতার লক্ষণ নয়। কারও বক্তব্য, দু-জনের কথোপকথনের মাধ্যমেই সমাধান করতে হবে বিষয়টি। তাই ভয় চেপে রাখলে হবে না। প্রেমিকাকে খুলে বলতে হবে সে কথা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ

Post Top Ad

bd today viral bdtodayviral All Right Reseved