" ক্রোয়েশিয়া জিতলে নগ্ন হয়ে ধরা দিতে চেয়েছিলেন - ইভানা নল - বিডি টুডে ভাইরাল

ক্রোয়েশিয়া জিতলে নগ্ন হয়ে ধরা দিতে চেয়েছিলেন - ইভানা নল

ivana-knoll
ইভানা নল

ফুটবল বিশ্বকাপ মানেই গ্যালারিতে বসবে স্বল্পবসনা ললনাদের সারি। ফুটবল বিশ্বকাপে এরকম রঙিন ছবি দেখেই অভ্যস্ত ফ্যানরা। কিন্তু এবার বিশ্বকাপের আসর বসেছে কাতারে। মধ্যপ্রাচ্যের এই মুসলিম দেশটি কঠিন বিধিনিষিধে জড়ানো। নিষেধের বেড়াজালে বাঁধা পোশাক থেকে শুরু করে মদ্যপান এবং কি সংস্কৃতি থেকে সমপ্রেম। পশ্চিমারা স্বাধীনতা শব্দটা বলতে যা বোঝায়, তা এখানে বেমানান।


Hottest Football Fan


তাই এবারের ফুটবল বিশ্বকাপে এমন দৃশ্য দেখা যায়নি। কিন্তু কাতারের এসব কঠোর বিধি নিষেধের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে মিস ক্রোয়েশিয়া ইভানা নল (Miss Croatia Ivana Knoll) বেশ ফুরফুরে মেজাজেই গ্যালারিতে এসেছেন ক্রোয়েশিয়ার প্রতি ম্যাচে। 


Miss Croatia Ivana Knoll

নিজের গভীর ক্লিভেজ দেখিয়ে কাতারি দর্শকদেরও নিজের ফ্যান বানিয়ে নিয়েছেন। বাচ্চা থেকে বুড়ো, গ্যালারিতে তাঁকে সকলেই দেখছেন হাঁ করে। সেই ছবিও নেটদুনিয়ায় ভাইরাল হয়ে ধরাদেয়। গুগলে হটেস্ট ফুটবল ফ্যান বা হটেস্ট ফ্যান বলে সার্চ দিলেও তাঁর নামই চলে আসছে সবার আগে। এমনকী মাঠের শত্রু আর্জেন্টিনার ফ্যানরাও তুলেছেন তাঁর সঙ্গে সেলফি। ইভানাকে ভালোবেসে ফ্যানরা আদর করা তাঁর নাম দিয়েছেন 'বিশ্বকাপের গার্লফ্রেন্ড'। ক্রোয়েশিয়া বিদায়ের সঙ্গে সঙ্গেই ইভানা অধ্যায়ও সমাপ্তি ঘটে। ২০১৪-তে ব্রাজিল , ২০১৮-তে রাশিয়া এবং এবার ২০২২ কাতার বিশ্বকাপের গ্যালারিতে আগুন জ্বেলেছেন এই প্রাক্তন মিস ক্রোয়েশিয়া ইভানা নল। 


Hottest Fan


মিস ক্রোয়েশিয়া ইভানা নল


সেক্সি ফুটবল ফ্যান


ক্রোয়েশিয়ার প্রতিটি ম্যাচে তারকা আর দর্শকদের মাঝে উত্তাপ ছড়াতে গ্যালারিতে হাজির ছিলেন প্রাক্তন মিস ক্রোয়েশিয়া ইভানা নল। ইভানা বলেছিলেন যে, ক্রোয়েশিয়া জিতলে তিনি শরীরকে অনাবৃত করবেন, নগ্ন হয়েই ধরা দেবেন ফ্যানদের সামনে।


Sexy Ivana Knoll


কিন্তু তেমনটা আর করতে পারলেন না ইভানা। সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ০-৩ গোলে বিধ্বস্ত হতে হয়েছে আর্জেন্টিনার কাছে। দেশকে চোখের সামনে হারতে দেখেও মুখের হাসিটা যায়নি তাঁর। ইভানা গ্যালারিতে ফ্যানদের উদ্দেশ্যে ফ্লাইং কিস দিয়েই কাতার ছেড়েছেন। ম্যাচের পর ইভানা এক সাক্ষাৎকারে বলেছেন, 'আমাদের দিনটা সত্যিই ভাল ছিল না আজ, এটাই বলব।'


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url