" এক রাতে সাত পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করে অন্তঃসত্ত্বা তরুণী - বিডি টুডে ভাইরাল

এক রাতে সাত পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করে অন্তঃসত্ত্বা তরুণী

Model Eliza Jane

একই রাতে ৭ তারকা খেলোয়াড়ের সঙ্গে লিপ্ত হয়েছিলেন ঘনিষ্ঠতায়, সে খবর নিজেই ফাঁস করেছেন । এ বার জানালেন শীঘ্রই মা হতে চলেছেন সেই তরুণী। নাম অ্যালিজা জেন। পেশায় তিনি একজন মডেল। অ্যালিজা এখন সংবাদ শিরোনামে উঠে আসেন আমেরিকার বাস্কেটবল তারকাদের সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রে।


২৫ বছর বয়সি এই লাস্যময়ী অ্যালিজা দাবি করেছিলেন, নিজের জন্মদিনে আমেরিকার বাস্কেটবল প্রতিযোগিতা ‘এনবিএ’-এর দল ফিনিক্স সান্স স্টার্স-এর ৭ খেলোয়াড়ের সঙ্গে রাত্রিযাপন করেছেন তিনি। তা-ও আবার একই সঙ্গে। সেই রাতে একটি হোটেলের ঘরে খেলোয়াড়রা তাঁকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি করছিলেন বলেও জানান তিনি। ওই মৌসুমে আমেরিকায় মোটেই ভাল খেলতে পারছিল না বাস্কেটবল দলটি। কিন্তু অ্যালিজার দাবি, খেলার মাঠের মতোই হোটেল ঘরের ভিতরেও অ্যালিজার সাথে দলবদ্ধ হয়ে খেলায় মেতেছেন এ খেলোয়াড়রা। আর তাঁর সঙ্গে একত্রে রাত কাটানোর পরই খেলায় উন্নতি হয় এই দলের।


ইনস্টাগ্রামে নিজের মাতৃত্বের কথা প্রকাশ করে মডেল নিজেই জানিয়েছেন, ৭ খেলোয়াড়ের সঙ্গে রাত্রিযাপনের পর শীঘ্রই কন্যাসন্তানের মা হতে চলেছেন তিনি। হবু সন্তান তাঁর জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ বলেও দাবি করেছেন তিনি। লিখেছেন, “ঈশ্বরকে কী বলে ধন্যবাদ দেব তা আমি জানি না। আমার জীবন এ বার একেবারে বদলে যাবে। নিজের গোটা জীবনই আমি আমার ছোট্ট পরীর জন্য উৎসর্গ করে দেব।”


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url