" সিএনএন সংবাদ জগতে প্রথম সারিতে উঠে আসার রহস্য - বিডি টুডে ভাইরাল

সিএনএন সংবাদ জগতে প্রথম সারিতে উঠে আসার রহস্য

সংবাদ জগতে এক স্বনাম ধন্য নাম সি এন এন। নিঃসন্দেহে সি এন এন এর সাথে সবাই বেশ পরিচিত। কোন কাজকেই ছোট করে দেখা উচিত নয়। সি এন এন যখন তার যাত্রা শুরু করে তখন এর সাথে যারা জড়িত সবাই ছিল উৎকণ্ঠায়। যেহেতু এটি ২৪ ঘণ্টা ভিত্তিক সংবাদ মাধ্যম, এটাই ছিল মুল ভাবনা। কেননা সি এন এন এর প্রতিষ্ঠাতা এমন ব্যাপক ভিত্তিক এক কাজে হাত দিয়েছেন যেখানে প্রতিকুলতার অভাব ছিল না। ছিলনা উন্নত কোনো প্রযুক্তি। তবে সেদিন দমে যায়নি বলেই আজ সি এন এন এমন গৌরব অর্জন করতে পেরেছে।


CNN News
সিএনএন সংবাদ

আলোচনায় যাবার আগে জেনে নিব সি এন এন সম্পর্কে সামান্য কিছু । CNN-ক্যাবল নিউজ নেটওয়ার্ক (সি এন এন ),নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত একটি বহুজাতিক সংবাদ ভিত্তিক পে টেলিভিশন চ্যানেল। সি এন এন হলো A&AT এর  ওয়ার্নারমিডিয়া নিউজ এবং স্পোর্টস বিভাগের একটি ইউনিট যা বিশ্ব ব্যাপী সম্প্রচার করা হয়।


১৯৮০ সালে এটি আমেরিকান মিডিয়া মালিক টেড  টার্নার এবং রিজ শোনফেল্ড ২৪ ঘন্টার ক্যাবল নিউজ চ্যানেল হিসেবে প্রতিষ্ঠা করেন। ১৯৮০ সালে প্রতিষ্ঠা হবার পর সি এন এন ছিল প্রথম টেলিভিশন চ্যানেল যা ২৪ ঘন্টার সংবাদ প্রদান শুরু করে এবং এটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম সর্বসংবাদ প্রদানকারী টিভি চ্যানেল।


যদিও সি এন এন এর অসংখ্য সহযোগী ছিল, কিন্তু প্রাথমিকভাবে এটি মিডটাউন ম্যানহ্যাটনের ৩০ হাডসন ইয়ার্ডে ওয়ার্নারমিডিয়ার সদর দপ্তর থেকে সম্প্রচার করে ওয়াশিংটন DC, ফিলাডেলফিয়া এবং লস এঞ্জেলসের সহকারী স্টুডিওর সাথে সংযুক্ত হয়ে। আটলান্টার সি এন এন সেন্টার শুধুমাত্র উইকএন্ড প্রোগ্রামিং এর জন্য ব্যবহৃত হত। ২০১৮ সালের সেপ্টেম্বরের হিসেব অনুযায়ী সি এন এন এর সাথে আমেরিকার গ্রাহক সংখ্যা প্রায় ৯০.১ মিলিয়ন পরিবার বা ৯৭.৭% পরিবার। সি এন এন ২০১৯ সালে ফক্স নিউজ এবং এম এস এন বি সি কে পিছনে ফেলে দর্শক তালিকায় ৩য় স্থান দখল করে নিয়েছে,যা গড়ে ৯,৭২,০০০ দর্শক তবে অন্যান্য ক্যাবল নেটওয়ার্কের মধ্যে বর্তমানে সি এন এন ১৪তম অবস্থানে রয়েছে।


টিভিতে চব্বিশ ঘন্টার সংবাদ চ্যানেল আজ মানুষের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। যে কোন সময় ছোট বড় যে কোন ঘটনার খবর জানতে এসব সংবাদ চ্যানেল এখন মানুষের হাতের মুঠোয়। পৃথিবীর প্রায় সব দেশেই সকল ভাষায় এখন টিভি সংবাদ চ্যানেলের সংখ্যা অগুনিত।


news anchor
সংবাদ উপস্থাপিকা

আজ অবিশ্বাস্য মনে হলেও চল্লিশ বছর আগে সংবাদ ভিত্তিক টিভি চ্যানেলের কোন অস্তিত্বই ছিল না। বড় কোন ঘটনার খবর টিভিতে দেখতে হলে খবর প্রচারের সময় পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোন উপায়ও ছিল না। আর অনেক সময়ই সেই অপেক্ষা ছিল বহু ঘন্টার।


সংবাদ প্রচারের দুনিয়াকে আমূল বদলে দিয়েছিল আজ থেকে চল্লিশ বছর আগে আমেরিকার চব্বিশ ঘন্টার সংবাদ চ্যানেল সিএনএন বা কেবল নিউজ নেটওয়ার্ক। অনেকে বলেন সিএনএন সেই সময় রাজনীতির জগতকেও বদলে দিয়েছিল চিরকালের মত।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url