‘বেশরম রং’ গানে যেভাবে উষ্ণতা ছড়াচ্ছেন শাহরুখ-দীপিকা - BD Today Viral

এইমাত্র

Post Top Ad

Post Top Ad

২৬ জুলাই ২০২৪

‘বেশরম রং’ গানে যেভাবে উষ্ণতা ছড়াচ্ছেন শাহরুখ-দীপিকা

besharam-rang-shahrukh-deepika
বেশরম রং’ গানে উষ্ণতা ছড়াচ্ছেন শাহরুখ-দীপিকা


১২ ডিসেম্বর বেলা ১১টায় ‘যশ রাজ ফিল্মস’র ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি। পুরো গানে দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খানের জুটি আগুন ধরাচ্ছে পর্দায়। শিল্পা রাওয়ের কণ্ঠে, স্পেনের দুর্ধর্ষ লোকেশনে শুটিং হয়েছে এ গানের।


besharam rang hot picture

বলিউড তারকা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’ সিনেমা আগামী বছরের ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে। আজ (১২ ডিসেম্বর) মুক্তি পেয়েছে ছবির প্রথম গান ‘বেশরম রং’। স্পেনের নয়নাভিরাম লোকেশনে, বোটের ওপর লাস্যময়ী দীপিকা পাড়ুকোন উত্তাপ ছড়িয়েছে দর্শক হৃদয়ে। 


Besharam Deepika


বিশাল-শেখর জুটির কম্পোজিশনে তৈরি এই গানে রয়েছে স্প্যানিশ লিরিক্সও। তার ওপর শিল্পা রাওয়ের মাদকতা মেশানো কণ্ঠ অন্য মাত্রা এনে দিয়েছে এ গানটিতে। ইউটিউবে গানের ক্যাপশনে লেখা হয়, ‘এই জুটির হাত ধরেলে নেশা ধরবে।’ গানটি শাহরুখ খানের পেজেও মুক্তি দেওয়া হয়েছে। পাঠান ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন জন আব্রাহাম।


বেশরম রং


‘পাঠান’ মুক্তি পাচ্ছে ২৫ জানুয়ারি। ট্রেলার-টিজারের পর এই গান অনুরাগীদের উত্তেজনার পারদ আরও খানিক বাড়িয়ে দিলো একথা বলাই যায়। গানটি মুক্তি পাওয়ার পরই নিজেদের সোশ্যাল মিডিয়ায় গানের একটি টিজার পোস্ট করেছেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। ক্যাপশনে কিং খান লেখেন, ‘ওঁকে দেখলে, আপনি বুঝবেন কতটা আকর্ষণীয়, সৌন্দর্য এক প্রকার অ্যাটিটিউড---’।


Pathaan Movie



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ

Post Top Ad

bd today viral bdtodayviral All Right Reseved